সরকারি আদেশ অমাণ্য করে মেঘনা নদীর অভয়াশ্রম রায়পুর অংশে মা ইলিশ ধরার অপরাধে ৬ জন জেলেকে আটক করা হয়। আটকৃত জেলেদের মধ্যে বাংলাদেশ দন্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ৫ জন জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং ১ জন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার থেকে অঙ্গিকারনামা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়।উক্ত অভিযানের সময় একটি মাছ ধরার নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পোড়ানো হয় এবং ৬০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) রায়পুর, কোস্ট গার্ড এর সদস্যবৃন্দ, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস